আজ ঐতিহাসিক ঊনসত্তরের গণ-অভ্যুত্থান দিবস। বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে গণ্য এই দিনটি। ১৯৬৯ সালের এই দিনে মুক্তিকামী জনগণ ৬ দফা ও পরবর্তীতে ছাত্র সমাজের ১১ দফা দাবির প্রেক্ষিতে এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের সৃষ্টি করেছিল।
ঐতিহাসিক ২০ জানুয়ারি ১৯৬৯ সালে শহীদ আসাদের আত্মদানের পর, ২১ থেকে ২৩ জানুয়ারি শোক পালন করা হয়। এরপর ২৪ জানুয়ারি, ঢাকায় সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণ-অভ্যুত্থান সংঘটিত হয়, যা পরবর্তীতে বাঙালির স্বাধীনতা সংগ্রামের পথ সুগম করে।
ঊনসত্তরের এই দিনে, ঢাকায় সচিবালয়ের সামনের সড়কে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমানসহ একজন শহীদ হন। ঘটনাটির প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা সচিবালয়ের দেয়াল ভেঙে আগুন ধরিয়ে দেয় এবং বিভিন্ন সরকারি ভবন ও সংবাদপত্র কার্যালয়ে অগ্নিসংযোগ করে। ঐ সময়, জনতার দাবির পরিপ্রেক্ষিতে আইয়ুব গেটের নাম পরিবর্তন করে আসাদ গেট রাখা হয়।
ঐতিহাসিক এই গণ-অভ্যুত্থান সামগ্রিকভাবে বাঙালির স্বাধিকার আন্দোলনে নতুন গতি সঞ্চার করে এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে স্বাধীনতার পথ প্রশস্ত করে।