লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করলেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয়দের প্রতিবাদে তা বন্ধ রাখতে বাধ্য হয়েছে।
শুক্রবার সকালে বিএসএফ সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়, তবে বিজিবি এবং স্থানীয়দের প্রতিবাদে কিছু সময় কাজ বন্ধ রাখলেও পরে পুনরায় কাজ শুরু করে তারা।
সীমান্তের শূন্যরেখায় স্থাপনা নির্মাণ আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন বলে জানায় বিজিবি। এ বিষয়ে বিজিবি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বিএসএফের বৈঠক হওয়ার কথা থাকলেও তারা উপস্থিত হয়নি।
এরপর শনিবার রাতে বিএসএফ জানায়, তারা সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণ করবে না।
২০১০ সালের দহগ্রাম-তিনবিঘা করিডোর চুক্তির আওতায় বিএসএফ সীমান্তের শূন্যরেখায় একলাইনের বেড়া নির্মাণের দাবি করেছিল, কিন্তু ২০২১ সালে তা অমান্য করা হয়।
বিএসএফের এই কার্যক্রমে স্থানীয়রা এবং বিজিবি একযোগে প্রতিবাদ জানায়। বর্তমানে দহগ্রাম সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং স্থানীয়রা সজাগ রয়েছেন।
বিজিবির রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক আমির খসরু জানান, সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে, তবে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবির টহল চলবে এবং কোনো পক্ষই শূন্যরেখার ১৫০ গজের মধ্যে স্থাপনা নির্মাণ করতে পারবে না।
এ বিষয়টি দেশীয় সম্পর্ক ও সীমান্ত আইন মেনে চলার গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে দাঁড়িয়েছে, যা ভবিষ্যতে সীমান্ত সংক্রান্ত যেকোনো সমস্যা সমাধানের দিকে নির্দেশনা প্রদান করবে।