বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সমাজকল্যাণ মন্ত্রী শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের রচিত বই ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ মোড়ক উন্মোচনের আয়োজন করা হয়েছে। রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে ৭ জানুয়ারি সকালে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, “শহীদ মুজাহিদ ছিলেন একজন সৎ, দক্ষ এবং আদর্শবাদী নেতা। তার পিতা মাওলানা আবদুল আলী তাকে ইসলামের জন্য উৎসর্গ করেছিলেন, এবং মুজাহিদ নিজেকে সেই উদ্দেশ্যে নিবেদিত করেছেন। তিনি অত্যন্ত সততা ও দক্ষতার সঙ্গে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় ও ইসলামী আন্দোলনে নেতৃত্ব দিয়ে অমূল্য অবদান রেখেছেন। বন্দিজীবনে তিনি তাঁর আদর্শ থেকে বিচ্যুত হননি এবং শাহাদাতের মাধ্যমে তার সংগ্রাম পূর্ণতা পেয়েছে।”
অনুষ্ঠানে উপস্থিত জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান এ.কে.এম. রফিকুন্নবী, এবং ঢাকার বিভিন্ন মহানগর নেতৃবৃন্দ মুজাহিদের সংগ্রামী ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, “ইসলামী রাজনীতির ভিত মজবুত করতে তার অবদান ছিল অসামান্য। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণেই তিনি নির্মম জুলুমের শিকার হন, তবু আদর্শ থেকে সরে যাননি।”
লেখকের পুত্র আলী আহমাদ মাবরুর তার পিতার স্মৃতিচারণ করেন এবং বলেন, “আমার পিতা কারাগারে থেকেও আমাদের জন্য মূল্যবান নসিহত লিখে গেছেন, যা ইসলামী নেতৃত্বের শিক্ষার ক্ষেত্রে দিকনির্দেশনা প্রদান করবে।”
‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইটিতে শহীদ মুজাহিদ তার রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের অভিজ্ঞতার আলোকে ইসলামী নেতৃত্বের গুণাবলি নিয়ে আলোচনা করেছেন। বক্তারা বইটিকে ইসলামী আন্দোলনের নেতাদের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং শিক্ষণীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাফহীম পাবলিকেশনের চেয়ারম্যান মু. রাজিফুল হাসান বাপ্পী। সঞ্চালনার দায়িত্বে ছিলেন আমজাদ ইলাহী। বক্তব্য রাখেন শামছুর রহমান ফাউন্ডেশনের সদস্যসচিব মোঃ ইকবাল হোসেন এবং প্রকাশনার সম্পাদক মুহাম্মদ আবু সুফিয়ান।
সূত্র: – /তাফহীম পাবলিকেশন – শামছুর রহমান ফাউন্ডেশন/বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সম্পাদিত