বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়।” তিনি এ মন্তব্য করেন আজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) এক আলোচনা সভায়। তিনি আরও বলেন, “আমরা সংস্কার চাই, কিন্তু সেটি নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করে নয়।”ভোটার হওয়ার বয়স ১৮ থেকে কমিয়ে ১৭ বছর করার প্রস্তাবের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “এটি করতে গিয়ে আরও সময়ক্ষেপণ হবে এবং মানুষের মধ্যে ধারণা হচ্ছে যে, সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্ব করছে।” তিনি বিষয়টি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দেন। “নির্বাচন কমিশনই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে,” উল্লেখ করেন তিনি। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের মন্তব্যের পর “জনমনে বিতর্ক সৃষ্টি হয়েছে” বলেও তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বলেন, “আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং তাদের সফলতা কামনা করি। তবে দ্রুত নির্বাচন না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্বসহ বিভিন্ন সমস্যার সংকট আরও বাড়বে।”বাজারের স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “মানুষ স্বস্তি চায়। তারা চায় বাজারে স্থিতিশীলতা, নিরাপত্তা, এবং সুশাসন। কিন্তু দুর্নীতির মাধ্যমে ব্যাংকের টাকা লুটপাটের মতো সমস্যা সমাধান না করলে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো সম্ভব নয়।”নতুন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গে তিনি বলেন, “একশো বা দুইশো দল হলেও আমাদের আপত্তি নেই। তবে প্রশ্ন হচ্ছে, এই দলগুলো জাতির জন্য কতটা কার্যকর হবে।” তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতি ও মতামত প্রকাশের প্রসঙ্গ তুলে বলেন, “এখন সবাই রাজনীতিবিদ, সাংবাদিক, ইউটিউবার এবং দার্শনিক হওয়ার সুযোগ পাচ্ছে।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় পার্টি (কাজী জাফর) নেতা মোস্তফা জামাল হায়দার, ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।