কায়রোতে শাহবাজ শরিফ ও মুহাম্মদ ইউনূসের মধ্যে হওয়া আলচনায় বাণিজ্য সম্পর্ক জোরদারে বাংলাদেশ-পাকিস্তান ঐকমত্যর বিশয়ে খবর প্রকাশ করা হয় ।
বিবিসি বাংলার ১৯ ডিসেম্বর প্রকাশিত খবরে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতর বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য, ক্রীড়া ও সংস্কৃতির ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেছেন দেশ দু’টির সরকার প্রধান।
মিসরের কায়রোতে ডি-এইট সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বৈঠক করেন।
বৈঠকে চিনি শিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতার বৃদ্ধির ব্যাপারে আলোচনা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
খবরের সুত্র-বিবিসি বাংলা