মস্কোয় রিয়াজনকি প্রস্পেক্ট আবাসনের বাসিন্দারা মঙ্গলবার একটা বিস্ফোরণের শব্দ শোনেন। তারপর জানালা দিয়ে দেখতে পান, দুইটি দেহ মাঠে পড়ে আছে।
রাশিয়ার তদন্তকারী কমিটি পরে জানায় ওই দুই দেহ হলো সিনিয়র জেনারেল ইগর কিরিলভ ও তার সহকারী ইলিয়া পলিকারপভের।
মস্কো ও কিয়েভের প্রতিক্রিয়া নিয়ে ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়
তদন্তকারীরা জানিয়েছেন, আবাসনে ঢোকার মুখে একটি ইলেকট্রিক স্কুটারে বোমা রাখা হয়েছিল। ইগর ও তার সহকারী যখন বেরোচ্ছিলেন তখন বিস্ফোরণ ঘটানো হয়। কিরিলভের বাড়ির কাছে একটি গাড়িতে নজরদারি ক্যামেরা লাগানো ছিল। তিনি বাড়ি থেকে বেরোবার একটু আগে সেই গাড়িটি আসে। এভাবেই তার গতিবিধির উপর নজরদারি রাখা হচ্ছিল।
তদন্তকারী কমিটি সন্ত্রাসবাদ, হত্যা, বেআইনি অস্ত্রপাচারের অভিযোগে ফৌজদারি মামলা শুরু করেছে। সূত্র উদ্ধৃত করে রাশিয়ার মিডিয়া জানিয়েছে, তাদের সন্দেহ ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এই হত্যার পিছনে আছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ”কিরিয়ালভ বহু বছর ধরে অ্যাংলো-স্যাক্সনদের অপরাধের ঘটনা সামনে এনেছেন।” ডুমার প্রতিনিধি ইয়েভগেনি রেভেঙ্কো বলেছেন, ”ইউক্রেনের শাসকদের অপরাধপ্রবণ চরিত্র সামনে এলো।”
ইউক্রেনের প্রেসিডেন্টের পরামর্শদাতা মিখাইলো পোডোলিয়াক এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ”বিস্ফোরণের সঙ্গে ইউক্রেনের কোনো সম্পর্ক নেই।”
বিস্ফোরণের একদিন আগে সিক্রেট সার্ভিস অফ ইউক্রেন(এসবিইউ) কিরিলভের বিরুদ্ধে অভিযোগ এনে বলে, তিনিই ইউক্রেনের সেনার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স) -এর সুত্রে ডয়েচে ভেলের প্রতিবেদন।