কর্জে হাসানা কথাটার অর্থ হলো ‘উত্তম ঋণ’। পবিত্র কোরআনের অনেক আয়াতে এই কর্জে হাসানার উল্লেখ আছে। যেমন সুরা বাকারার ২৪৫ আয়াতে বলা হয়েছে, ‘কে সে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? আল্লাহ তার জন্য একে বহুগুণে বাড়িয়ে দেবেন। আর আল্লাহই (জীবিকা) কমান বা বাড়ান। আর তোমাদের তাঁরই কাছে ফিরিয়ে নেওয়া হবে।

সুরা হাদিদের ১৮ আয়াতে বলা হয়েছে, ‘দানশীল পুরুষ ও নারী এবং যারা আল্লাহকে উত্তম ঋণ দান করে, তাদের দেওয়া হবে বহুগুণ বেশি আর তাদের জন্য রয়েছে মহা পুরস্কার।

রাসুল (সা.) নিজেই ঋণ গ্রহণ করেছিলেন। ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। এবং উম্মতকে ঋণমুক্তির দোয়া শিখিয়েছেন। এমনকি রাসুল (সা.) অমুসলিমের কাছ থেকেও ঋণ গ্রহণ করেছেন। সুতরাং ইসলাম মুসলমানদের বিপদে-আপদে এবং বিভিন্ন প্রয়োজনে অন্যের কাছ থেকে ঋণ গ্রহণ করার অনুমতি দিয়েছে। পাশাপাশি সঠিক সময়ে তা পরিশোধ করারও কঠোর নির্দেশ দিয়েছে।

হজরত আবু উমামা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করে তার দরজায় একটি লেখা দেখতে পেল যে সদকার নেকি ১০ গুণ বৃদ্ধি করা হয় এবং ঋণদানের নেকি ১৮ গুণ বৃদ্ধি করা হয়।’ (সিলসিলা সহিহা: ৩৪০৭)

Share.
Leave A Reply

Exit mobile version