লালমনিরহাট, ১৫ ফেব্রুয়ারি ২০২৫ (প্রশ্ন টাইমস) – ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি তিস্তা পাড়ের ১৩০ কিলোমিটার এলাকাজুড়ে লাখো মানুষ এই কর্মসূচিতে অংশ নেবে।
আজ শনিবার এক সংবাদ সম্মেলনে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু এই কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, ‘‘আমরা চাই না, তিস্তায় ভাঙনরোধে বিক্ষিপ্তভাবে জনগণের ট্যাক্সের টাকা অপচয় হোক। এর আগে কিছু কাজ করা হয়েছে, যা তেমন কাজে আসেনি। জনগণের অর্থ অপচয় না করে বরং বিলম্ব হলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই।’’
তিনি আরও জানান, তিস্তা মহাপরিকল্পনা ২০১৬ সালে সমীক্ষার আওতায় আসে, যেখানে চীন অর্থায়নের আগ্রহ দেখিয়েছিল। এর আওতায় স্যাটেলাইট শহর, হাউজিং, ইকোনোমিক্যাল জোন এবং পর্যটন এলাকা নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু ভারতের আপত্তির কারণে এটি বাস্তবায়ন সম্ভব হয়নি। তিনি দ্রুততম সময়ে এই প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
বিএনপি’র শীর্ষ নেতাদের অংশগ্রহণ
তিস্তা পাড়ের এই অবস্থান কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি কর্মসূচিতে উপস্থিত থাকবেন।
পাঁচ জেলার ১১ পয়েন্টে কর্মসূচি
তিস্তা নদীর কাউনিয়া সেতু, মহিপুর সেতু এবং তিস্তা ব্যারাজ পয়েন্টসহ লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী জেলায় ১১টি নির্ধারিত স্থানে তাঁবু খাটিয়ে একযোগে এই কর্মসূচি পালন করা হবে।
এই কর্মসূচির অংশ হিসেবে তিস্তা পাড়ের মানুষের জীবনসংগ্রামের কাহিনি নাটক ও সংগীতের মাধ্যমে উপস্থাপন করা হবে, যা স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ করতে সহায়তা করবে।
তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন এবং নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে নতুন করে সচেতনতা সৃষ্টি হবে।
উল্লেখ্য, এই কর্মসূচির ঘোষণা বিএনপি তাদের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করেছে।