লালমনিরহাট: “জাগো বাহে তিস্তা বাঁচাই” স্লোগানকে সামনে রেখে আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুইদিনব্যাপী অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে লালমনিরহাট জেলা বিএনপি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি পালন করবে দলটি।
লালমনিরহাটে তিস্তা নদীর প্রায় ১৩০ কিলোমিটার চরাঞ্চলে লক্ষাধিক মানুষের বসবাস। এ অঞ্চলের মানুষের জীবিকা মূলত তিস্তা নদীর ওপর নির্ভরশীল। তবে উজানে পানি প্রত্যাহারের কারণে শুষ্ক মৌসুমে নদীটি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে। এতে কৃষিকাজ ব্যাহত হচ্ছে, আর বর্ষা মৌসুমে অতিরিক্ত পানি প্রবাহিত হয়ে ভয়াবহ বন্যা ও ভাঙনের সৃষ্টি করছে। ফলে প্রতি বছর নদী তীরবর্তী হাজারো পরিবার নিঃস্ব হয়ে পড়ছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, “তিস্তা আমাদের প্রাণ ছিল, জীবন ছিল। এক সময় এই নদীর কল্যাণে এ অঞ্চলের মানুষ স্বচ্ছল ছিল। কিন্তু এখন তিস্তা শুধুই দুঃখের কারণ। শুষ্ক মৌসুমে পানি না থাকায় কৃষকরা দুর্ভোগে পড়ছে, বর্ষায় হঠাৎ পানি ছেড়ে দেওয়ায় হাজারো পরিবার বন্যায় নিঃস্ব হচ্ছে।”
তিনি আরও বলেন, “বিগত সরকার তিস্তা মহাপরিকল্পনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করতে পারেনি। চীন এ প্রকল্পে অর্থায়নে আগ্রহ দেখালেও তা আলোর মুখ দেখেনি। আমরা চাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক, নদীর ন্যায্য পানি বণ্টন নিশ্চিত করা হোক।”
এই দাবিতে রংপুর বিভাগের পাঁচটি জেলা—গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর ও নীলফামারীর নদী তীরবর্তী অঞ্চলের মানুষ বিএনপির এই আন্দোলনে যোগ দেবে বলে জানান দুলু।
তিনি আহ্বান জানান, তিস্তা তীরবর্তী সাধারণ মানুষকে নিজ উদ্যোগে এই অবস্থান কর্মসূচিতে অংশ নিতে।
উল্লেখ্য, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। তবে এখন পর্যন্ত এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। বিএনপির এই কর্মসূচি নদী তীরবর্তী মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে ব্যাপক ভূমিকা রাখবে।

Share.
Leave A Reply

Exit mobile version