ঢাকা, ৪ ফেব্রুয়ারি: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে কানাডার সহযোগিতা চেয়েছেন। আজ (মঙ্গলবার) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে এই তথ্য জানানো হয়েছে।
ফেসবুক পোস্ট অনুযায়ী, আজ স্টেট গেস্টহাউস যমুনায় কানাডার হাইকমিশনার অজিত সিং-এর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, শেখ হাসিনার শাসনামলে রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা শত শত বিলিয়ন ডলার পাচার করেছে, যার একটি অংশ কানাডায় গেছে। এর মধ্যে টরন্টোর কুখ্যাত “বেগম পাড়া” এলাকায় সম্পদ কেনার বিষয়টিও রয়েছে।
প্রধান উপদেষ্টার বক্তব্য উদ্ধৃত করে পোস্টে বলা হয়, “তারা আমাদের জনগণের টাকা চুরি করেছে এবং বেগম পাড়ায় সম্পদ কিনেছে। আমরা এই সম্পদ পুনরুদ্ধারে আপনাদের সহায়তা চাই। এটি আমাদের জনগণের অর্থ।”
ফেসবুক পোস্ট অনুযায়ী, বৈঠকে কানাডার হাইকমিশনার চুরি হওয়া অর্থ ফেরত আনার প্রচেষ্টাকে স্বাগত জানান এবং বলেন, কানাডার একটি প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে বাংলাদেশ সরকারের অনুরোধে পাচার হওয়া অর্থ বাজেয়াপ্ত ও পুনরুদ্ধার করা সম্ভব।
পোস্টে আরও বলা হয়, কানাডা বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কার প্রচেষ্টাকে সমর্থন করছে এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী।
এছাড়া, কানাডার এক মন্ত্রী শিগগিরই বাংলাদেশ সফরে আসবেন বলে ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়েছে।
প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পোস্টে আরও বলা হয়, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে বলেন, বাংলাদেশ কানাডার বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত এবং দুই দেশের মধ্যে বাণিজ্য আরও সম্প্রসারণ করতে চায়।
ফেসবুক পোস্টে জানানো হয়েছে, বৈঠকে এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদও উপস্থিত ছিলেন।