মেঘনায় নৌযানের পাঁচটি কক্ষে পড়ে ছিল পাঁচ রক্তাক্ত লাশ

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধি ঢাকা ও চাঁদপুরের বরাত দিয়ে লেখা খবরে বলা হয় ,

মেঘনা নদীতে পণ্যবাহী একটি নৌযান থেকে পাঁচজনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। আরও তিনজনকে উদ্ধার করা হয়েছে রক্তাক্ত অবস্থায়। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।

নৌ পুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। তিনি আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে বলেন, পণ্যবাহী নৌযানটিতে থাকা ব্যক্তিদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। তাঁরা সন্দেহ করছেন, শত্রুতা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে।

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি, জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা

 বাংলাদেশ

শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে ঢাকার চিঠি, জানালেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র উপদেষ্টা

কূটনৈতিক প্রতিবেদকঢাকা

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ।

আজ সোমবার দুপুরে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীও একই কথা জানিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছে। এটা ভারতকে জানানো হয়েছে। তিনি আরও বলেন, ‘এ বিষয়ে ভারতকে নোট ভারবাল পাঠানো হয়েছে।’

বাংলাদেশে দুর্নীতির অভিযোগ: টিউলিপের সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা

 ইউরোপ

বাংলাদেশে দুর্নীতির অভিযোগ: টিউলিপের সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজে ও তাঁর পরিবারের সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন দেশটির মন্ত্রিপরিষদ অফিসের কর্মকর্তারা।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ‘সিটি’ মন্ত্রী (সিটি মিনিস্টার)। একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসংক্রান্ত চুক্তির মাধ্যমে টিউলিপ সিদ্দিক ও তাঁর পরিবারের চার সদস্য চার বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন—এমন অভিযোগের বিষয়ে বাংলাদেশে অনুসন্ধান চলছে।

গতকাল রোববার এ বিষয় জানাজানি হয় যে অভিযোগের বিষয়ে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের শুদ্ধতা ও নীতিসংক্রান্ত দল টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করেছেন।

বীর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা 

প্রথম আলোর  জেলা প্রতিনিধি  কুমিল্লা  প্রকাশিত: ১২:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০২৪ এর খবরে বলা হয় ,

যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক নিজে ও তাঁর পরিবারের সদস্যদের অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন দেশটির মন্ত্রিপরিষদ অফিসের কর্মকর্তারা।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ‘সিটি’ মন্ত্রী (সিটি মিনিস্টার)। একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণসংক্রান্ত চুক্তির মাধ্যমে টিউলিপ সিদ্দিক ও তাঁর পরিবারের চার সদস্য চার বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন—এমন অভিযোগের বিষয়ে বাংলাদেশে অনুসন্ধান চলছে।

গতকাল রোববার এ বিষয় জানাজানি হয় যে অভিযোগের বিষয়ে যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ অফিসের শুদ্ধতা ও নীতিসংক্রান্ত দল টিউলিপ সিদ্দিককে প্রশ্ন করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জোন কমিটি গঠন

বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন, ঢাকা মহানগর

বাংলাদেশ প্রতিদিনে খবর  প্রকাশ: ২১:০৫, রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪ এর প্রতিবেদনে বলা হয়

দক্ষিণে ২৪টি থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের সাংগঠনিক কার্যক্রম

গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে কর্মীসভা আয়োজনের লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণের ৮টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে।

রবিবার ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সাংগঠনিক টিমসমূহ ঘোষণা করেন।

ঢাবি ভিসিকে বিপ্লবী ছাত্র পরিষদের স্মারকলিপি

গুপ্তহত্যা বন্ধে হাসিনাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনার দাবি

জুলাইয়ের বিপ্লবী ছাত্রদের গুপ্ত হত্যায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা জড়িত দাবি করে তাকে ভারত সরকারের মাধ্যমে গ্রেফতার করে দেশে ফেরানোর দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। এছাড়া গুপ্তহত্যায় জড়িতদেরকে জঙ্গিদের মতো চিহ্নিত করে দমন করতে সরকারকে একটি বিশেষ বাহিনী গঠনেরও আহবান জানিয়েছে সংগঠনটি।

এ সময় ঢাবি ভিসি গুপ্তহত্যা বন্ধ করতে সরকার ও পুলিশকে জোরালো ভূমিকা রাখার আহবান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তহবিল সঙ্কট থাকা সত্ত্বেও ছাত্রদের নিরাপত্তায় হল ফান্ড থেকে আবাসিক হলগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে বলেও তিনি আশ্বাস দেন। 

ভারত ইস্যুতে কথা বলাতেই ছাত্রলীগ আমার ওপর হামলা করে: নুর

 বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর ইউনিভার্সিটি করেসপন্ডেন্টএর লেখা প্রতিবেদনে বলা হয় ,|

 ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে নিজের ওপর হামলার ঘটনায় জড়িত

ছাত্রলীগ নেতাদের ডাকসু পদ বাতিল করার জানিয়েছেন তৎকালীন ভিপি নুরুল হক নুর।  

 এছাড়া তিনি আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদের ছাত্রত্ব বাতিল করে গ্রেপ্তার করার দাবি জানান।

রোববার (২২ ডিসেম্বর) বিকেলে ডাকসুর সামনে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।  

২০১৯ সালের ২২ ডিসেম্বর ডাকসু ভবনে বাতি নিভিয়ে ভিপি নুরুল হক নুরের ওপর হামলা করে ছাত্রলীগ।

তিনি বলেন, ২০১৯ সালে আমি যখন ভিপি ছিলাম, তখন ভারতে এনআরসি এবং সিএএ বিল পাশে মাধ্যমে ভারতের মুসলমানদের নাগরিকত্বহীন করার একটা প্রচেষ্টা চালানো হয়।  আমরা এর প্রতিবাদে একটি বিবৃতি দিয়েছিলাম। এ বিষয়ে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন আমাকে বলেছিল, দেশের অন্য ইস্যু নিয়ে কথা বলতে। আমরা যদি ভারত নিয়ে কোনো কথা বলি তাহলে ছাত্রলীগ ঝামেলা করবে। পরে সেটাকে কেন্দ্র করেই মূলত আমাদের ওপর হামলা করা হয়।

Share.
Leave A Reply

Exit mobile version