মূল্যস্ফীতি প্রকাশে কারচুপি নেই, তাই বেশি দেখাচ্ছে: অর্থ উপদেষ্টা

মূল্যস্ফীতি আগে আট বা নয়ে আটকে রাখা হলেও এখন কোনো ‘কারচুপি নাই’ বলেই মূল্যস্ফীতি বেশি দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মূল্যস্ফীতি বাড়ার কারণ হিসেবে তিনি বলেন, বিবিএসকে বলা হয়েছে তথ্য যা আছে তাই প্রকাশ যেন হয়। এখানে কারচুপির কোনো ব্যাপার নেই। আগে মূল্যস্ফীতি আট বা নয়ে আটকে রাখা হতো বলেও তিনি মন্তব্য করেন।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ব্যাংকিং অ্যালমানাক’র ৬ষ্ঠ সংতথ্য বিভ্রাট নিয়ে অর্থ উপদেষ্টা বলেন, আমরা কোনো পাওয়ার দেখাতে আসিনি একটা দায়িত্ব নিয়ে এসেছি। বিগত ১৫ বছরের তথ্য নিয়ে নানা বিভ্রাট রয়েছে। তথ্য লুকানোর চেষ্টা করা হয়েছে। আমরা এগুলো পরিবর্তন ও সংস্কারের চেষ্টা করছি। কারণ, দাতা সংস্থাগুলো আমাদের কাছে নানা প্রশ্ন করেন, তারা বোঝাতে চান আগেই কম ছিল ইত্যাদি। এ নিয়ে আমরা তাদের বোঝাচ্ছি আগের তথ্য লুকানো ছিল, আমরা সঠিকটা উপস্থাপন করছি।

আমাদের ব্যাংকিং ও আর্থিক খাতের মতো পুঁজিবাজারের অবস্থাও একই রকমের উল্লেখ করে তিনি বলেন, পুঁজিবাজারের শেয়ার প্রাইস কমে যাচ্ছে বলেই চেয়ারম্যানকে রিমুভ কর বলে মিছিল হচ্ছে। আমি এ ব্যাপারে অনড় বলছি থাকো। আপনারা জেড ক্যাটাগরির শেয়ার কিনছেন, যার কোনো অস্তিত্ব নেই। অথচ এ শেয়ার মহাআনন্দে কিনছেন। নূন্যতম কোনো মূল্য নেই, এগুলো কয়েকদিন পরই ওয়েস্ট পেপার হিসেবে ব্যবহার হবে। এজন্য একটু কষ্ট করতে হবে। আমি বিনিয়োগকারীদের দায়ী করছি না। পুঁজিবাজারের প্লেয়ার ও রেগুলেটরের অনেক দোষ আছে। আমি মনে করি এটা প্রচার করা দরকার।

ব্যাংকিং অ্যালমানাকের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ সচিব মো. খায়রুজ্জামান ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার।

অপরাধের সংখ্যা আগের তুলনায় বেশি হওয়ার কারণ জানালেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, পরিসংখ্যানে অপরাধের সংখ্যা আগের তুলনায় বেশি দেখা যাচ্ছে। কারণ সব মামলাই নেওয়া হচ্ছে। সব রিপোর্টিই গ্রহণ করা হচ্ছে।  

শনিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রমনা থানা এলাকার নাগরিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, অটোরিকশার সংখ্যা দ্রুত বাড়ছে। এটাকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে হবে। তা না হলে শহরে ট্রাফিক অবস্থার আরও অবনতি হবে। এছাড়া অটোরিকশাকে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনতে হবে।

হকার ইস্যুতে ডিএমপি কমিশনার বলেন, এত সংখ্যক হকার হঠাৎ করে উৎখাত করে দিলে বিষয়টা অমানবিক হয়ে যায়। তবে এ বিষয়েও ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, যত্রতত্র রাজনৈতিক মিছিল-মিটিং বা ধর্মীয় সমাবেশ হলে প্রচণ্ড যানজট তৈরি হয়। আমরা অনুরোধ করব, যাতে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো একটি বদ্ধ জায়গায় করা হয়।

বিদেশে পলাতক ১৯ নাবিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নৌ অধিদফতরের মহাপরিচালক (পরিদর্শন শাখা) কমডোর মোহাম্মদ মাকসুদ আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারি পরোয়ানা জারি করা নাবিকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

তারা হলেন মো: সোহানুর রহমান, মোহাম্মদ আরিফুল ইসলাম, আবু সুফিয়ান, মোস্তফা কামাল, ইসকান্দার মিজি, মো: সানাউল্লাহ, মোহাম্মদ আনোয়ারুজ্জামান, মো: আব্দুল কুদ্দুস, আমিনুল ইসলাম, ওপি হোসেন, মো: রফিকুল ইসলাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ শেখ আলম, মো: মেহেদী হাসান, মো: আল আমিন, মো: ইমাম হোসেন, এনামুল হক, মো: ইমরুল হোসেন ও মোহাম্মদ ইব্রাহীম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব নাবিক ১৩টি জাহাজ থেকে পালিয়ে গেছেন। জাহাজগুলো বিদেশের বিভিন্ন বন্দরে অবস্থানকালে তারা বন্দর ত্যাগ করে আর জাহাজে ফেরেননি। নাবিকদের মধ্যে নোয়াখালী ও চট্টগ্রামের পাঁচজন করে এবং ফেনীর দু’জন রয়েছেন। এছাড়া সাতটি জেলার সাতজন নাবিক রয়েছেন। এ নাবিকেরা মূলত গত তিন বছরে বিদেশে পালিয়েছেন।

নৌপরিবহন অধিদফতর সূত্রে জানা গেছে, ওই ১৩ জাহাজের মধ্যে তিনটি বাংলাদেশী পতাকাবাহী। বাকি ১০টি বিদেশী পতাকাবাহী। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ একসাথে চারজন পালিয়েছেন বাংলাদেশী পতাকাবাহী জাহাজ মেঘনা অ্যাডভেঞ্চার থেকে।

সাভারে চলন্ত বাসে ডাকাতি, আহত ৫

ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি’র সামনে এ ঘটনা ঘটে

সাভারে ওয়েলকাম পরিবহনের যাত্রীবাহী একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি’র সামনে এ ডাকাতির ঘটনা ঘটে। 

জানা গেছে, সন্ধ্যার দিকে যাত্রীবাহী বাসটি চন্দ্রার দিকে যাচ্ছিল। এ সময় বাসের ভেতরে যাত্রীবেশে থাকা ডাকাত দলের তিন সদস্য মহাসড়কের রেডিও কলোনি এলাকা পার হওয়ার পর শামীম নামে এক যাত্রীসহ আরও কয়েকজনকে ছুরিকাঘাত ও মারধর শুরু করে। পরে অন্য যাত্রীদের প্রাণনাশের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে বিপিএটিসি’র গেটের সামনে নেমে পালিয়ে যায়।

বাশার আল-আসাদকে উৎখাতের পর সিরিয়ার নতুন নেতা আহমেদ আল-শারআকে ধরিয়ে দেয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের নিয়ার ইস্টার্ন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ এই ঘোষণা দেন। তিনি এবং অন্যান্য মার্কিন কর্মকর্তারা সিরিয়ার রাজধানী দামেস্ক পরিদর্শন করে সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে আলোচনা করেছেন। তারপর এসেছে পুরষ্কার বাতিলের ঘোষণা। খবর আল জাজিরা।]

Share.
Leave A Reply

Exit mobile version