বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির তালিকা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন”ছাত্র-জনতার অভ্যুত্থানের নেতৃত্ব প্রদানকারী প্ল্যাটফর্ম “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন“, যাদের কাঁধে রয়েছে হাজারো শহীদের রক্তের দায় এবং ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব। গণঅভ্যুত্থানের চূড়ান্ত আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্ল্যাটফর্মটির শৃঙ্খলা নিশ্চিতকরণ ও কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধির জন্য আজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।


সদ্য গঠিত নির্বাহী কমিটির সদস্যদের হাতে যে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে, তা নিষ্ঠার সঙ্গে পালন করে তাঁরা গোটা জাতির আমানত রক্ষা করবেন বলে আমরা আশাবাদী। পাহাড়সম চাপ সত্ত্বেও তাঁদের আগামী দিনের দুর্গম পথচলা নির্ঝঞ্ঝাট হোক—এই কামনা রইল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের প্রতি বিপ্লবী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।”

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সদস্য আগামী দিনে জাতির আমানত রক্ষায় দুর্গম পথচলায় নির্ঝঞ্ঝাট পথ পার করবে এমনটা প্রত্যাশা এই কমিটির সদস্যদের।

Share.
Leave A Reply

Exit mobile version