অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘গুম ও হত্যার অভিযোগে ২২টি পাসপোর্ট বাতিল করা হয়েছে। পাশাপাশি, গত জুলাই ও আগস্ট মাসে গণহত্যায় জড়িত ৭৫ জনের পাসপোর্টও বাতিল করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার নাম রয়েছে।’
গত ৫ আগস্ট তীব্র গণ-আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দেশ ছাড়ার মধ্য দিয়ে তার সাড়ে ১৫ বছরের শাসনামলের সমাপ্তি ঘটে। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন।
ক্ষমতা হারানোর পরপরই শেখ হাসিনাসহ ক্ষমতাচ্যুত সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন প্রশাসন।
শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও দেশের বিভিন্ন আদালতে শতাধিক হত্যা মামলা করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তাকে দেশে ফেরানোর জন্য ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্র:
ফরেন সার্ভিস একাডেমি সংবাদ সম্মেলন, ৭ জানুয়ারি ২০২৫।