বাংলাদেশ-ভারত নিয়ে করা এক প্রশ্নে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, যুক্তরাষ্ট্র চায়, সব পক্ষ নিজেদের মধ্যকার মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করুক।

গতকাল মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন মুখপাত্র ম্যাথু মিলার।

আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার প্রশ্নে যা বলল যুক্তরাষ্ট্র

ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফর করেছেন। সম্প্রতি ভারত ও বাংলাদেশ উভয়েই ভারতের অভ্যন্তরে বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনে সহিংস হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। সেই বিষয় এবং বাংলাদেশ নিয়ে ক্রমবর্ধমান আক্রমণাত্মক বক্তব্য-বিবৃতি সম্পর্কে আপনার কি কোনো মন্তব্য আছে?

জবাবে মিলার বলেন, সব পক্ষ তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে, সেটাই আমরা দেখতে চাই।

বাংলাদেশের শক্তিশালী কূটনীতির কাছে নতজানু ভারত

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের হাসিনা সরকারের পতনের পর পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে শক্তিশালী কূটনীতি অবস্থান নিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর এই প্রথম কোন বাংলাদেশি সরকার তাদের নিজেদের শক্ত অবস্থানের কথা জানান দিয়েছে। এর ফলে নতজানু হতে বাধ্য হয়েছে পার্শ্ববর্তী এই দেশটি।

Share.
Leave A Reply

Exit mobile version